গণভবনে আন্দোলনের সমন্বয়কদের সাথে জরুরী বৈঠকে বসতে চান আওয়ামীলীগ।
চলমান বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে বসে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নির্দের দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিমকে দায়িত্ব দিয়েছেন তিনি।
উক্ত বৈঠকে বসতে চাওয়া নিয়ে সমন্বয়কদের মধ্যে আসিফ মাহমুদ বলেন –
এবিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন, বিশেষত সাংবাদিক বন্ধুগণ।খুনি সরকারের সাথেই কোন প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই, সেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে আলোচনার প্রশ্নই উঠে না।তাদের সাথে আলোচনার কোন পরিকল্পনা আমাদের নেই। আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট, তাদের কোন বক্তব্য থাকলে দেশবাসীর সামনেই মিডিয়া মারফত তা রাখতে পারেন। আন্দোলনরত ছাত্র-জনতার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত।গুলি আর সন্ত্রাসের সাথে কোন সংলাপ হয় না।
বেঙ্গালি ব্লগার