চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবেন ? সম্পূর্ণ ফ্রি এক্সেস

বেঙ্গালি ব্লগার টীম
5 Min Read

২০২২ সালের নভেম্বর মাসে ওপেন এআই (Open AI) ডেভেলপার কোম্পানি প্রথমবার ChatGPT নামের একটি ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি’ বা সংক্ষেপে AI চ্যাটবট অ্যাপ্লিকেশন লঞ্চ করে। এই নয়া ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ অ্যাপটি বর্তমানে বিশ্বব্যাপী মানুষের মধ্যে অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে।

এক্ষেত্রে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে ChatGPT শব্দের মানে কি ? অ্যাপটির ফুল ফর্মটি হল – চ্যাট জেনারেটিভ প্রি-ট্রেনড ট্রান্সফরমার।

এই সিস্টেমে আপনি চ্যাটবটের মাধ্যমে একটি চ্যাটে অংশগ্রহণ করতে পারবেন এবং পরবর্তীতে যেকোনো বিষয়ে যত ইচ্ছা প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন। তবে এইটুকু তথ্যে হয়তো আপনাদের মন ভরছে না।

তাই আজ আমরা এই প্রতিবেদনে ChatGPT কীভাবে ব্যবহার করতে হয়, এতে কী কী ফিচার রয়েছে, কীভাবে এই চ্যাটবট অ্যাপটি খুলতে হয় ইত্যাদি সম্পর্কে আলোচনা করবো। যাতে আপনি এই সংক্রান্ত আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যান।

চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবো ?

চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবো
চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবো?

চ্যাট জিপিটি ব্যবহারের নিয়ম (How to use chatgpt in Bengali) ? ইন্টারনেটের সবথেকে নামজাদা সার্চ ইঞ্জিন গুগল (Google) সবথেকে বেশি চিন্তায় পরে গেছে ChatGPT চালু হওয়ায়। কারণ এই নয়া চ্যাটবটটির প্রশ্নের উত্তর দেওয়ার গতি গুগলের থেকেও বেশি, উত্তরগুলি যথেষ্ট নির্ভরযোগ্যও বটে।

তাই এখন বেশির ভাগ মানুষই কীভাবে ChatGPT ব্যবহার করতে হয় ? এই বিষয়ে কৌতূহলী।

এই নতুন চ্যাটবট অ্যাপ্লিকেশনটি বিভিন্ন কার্যকরী ফিচার সহ উপলব্ধ। এতে, আপনি AI সফ্টওয়্যারের সাথে চ্যাট করতে পারবেন এবং তারপরে যেকোনো বিষয়ে অর্থাৎ বিজ্ঞান, জেনারেলনলেজ, আর্টস ইত্যাদি সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন।

আর ChatGPT, প্রতিবার  আপনার করা প্রশ্নের পরিপ্রেক্ষিতে যথাযথ উত্তর সরবরাহ করবে।

Open AI ChatGPT অ্যাপ্লিকেশন কি ?

১. ChatGPT হল কৃত্তিম বুদ্ধিমত্তা চালিত বৃহৎ ল্যাঙ্গুয়েজ মডেল, যা সহজেই ব্যবহারযোগ্য।
২. আপনি চ্যাট বক্স @chat.openai.com -এ গিয়ে যেকোনো প্রকারের প্রশ্ন সার্চ করতে পারবেন এবং AI ChatGPT সেই সংক্রান্ত উত্তর আপনাকে সরবরাহ করবে।
৩. ব্যবহারকারিরা ইমেল আইডি বা মোবাইল নম্বরের সাহায্যে ChatGPT অ্যাপে সাইন ইন করতে এবং পোর্টাল ব্যবহার করতে পারবেন।
৪. আপনি কোনো প্রশ্ন উত্থাপন করলে পরে কয়েক সেকেন্ডের মধ্যে এক বা একাধিক উত্তর পেয়ে যাবেন ChatGPT -এর তরফ থেকে, যা অত্যন্ত নির্ভরযোগ্য।
৫. এই অ্যাপটিকে সেল্ফ লার্নিং প্রসেসে তৈরি করা হয়েছে। অর্থাৎ, আপনি যখনই একে কিছু জিজ্ঞাসা করবেন, এটির অ্যাকুরেসি বা যথার্থতা আরো বাড়াবে।

ChatGPT -তে লগইন পদ্ধতি :

ChatGPT অ্যাপে লগইন করার জন্য আপনাকে একটি সচল মোবাইল নম্বর এবং ইমেল আইডি ব্যবহার করতে হবে।

এরপর আপনি এই চ্যাটবটের মাধ্যমে যেকোনো ধরণের প্রশ্নের উত্তর পেতে সক্ষম হবেন।

প্রসঙ্গত, ডেভলপাররা এই অ্যাপ্লিকেশনটিকে আরও উন্নত এবং নির্ভরযোগ্য করে তোলার জন্য প্রতি নিয়ত কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

ChatGPT -এর ফিচার :

• ChatGPT সহজ হোক বা জটিল যেকোনো ধরণের প্রশ্নের উত্তর দিতে সক্ষম।
• সমস্ত প্রশ্নের উত্তর দেবেই এই অ্যাপ।
• নির্ভরযোগ্য তথ্য প্রদান করে।
• একই সময়ে একাধিক প্রশ্ন।
• কোডিং সহ অন্যান্য ইন্টারনেট সমস্যার সমাধান দেবে।
• সহজ ইন্টারফেস এবং ব্যবহারেও সহজ।

মোবাইলে ChatGPT অ্যাক্সেস করার ধাপসমূহ :

• প্রথমেই আপনাকে আপনার মোবাইল ব্রাউজার থেকে chat.openai.com লিংকটি ওপেন করতে হবে।
• দ্বিতীয় ধাপে লগ-ইন বাটনে ট্যাপ করুন এবং ‘প্রসিড’ অপশন বেছে নিন।
• এবার আপনার ইমেল আইডি বা মোবাইল নম্বর লিখুন এবং মোবাইলে নম্বরে আসা OTP এন্টার করুন।
• এরপর আপনি অ্যাপটির হোমপেজ দেখতে পারবেন, যেখানে একাধিক বিকল্প বিদ্যমান রয়েছে।
• এবার ‘নিউ চ্যাট’ বাটনে ট্যাপ করুন এবং ChatGPT -কে যেকোনো বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করুন।

কম্পিউটারে ChatGPT অ্যাক্সেস করার ধাপসমূহ :

• প্রথমেই গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স যেকোনো সার্চ ইঞ্জিন ওপনে করুন।
• তারপর ব্রাউজারে chat.openai.com লিখে সার্চ করুন।
• এখন আপনার ইমেল আইডি বা মোবাইল নম্বর ব্যবহার করে এই অ্যাপে লগ-ইন করুন
• এরপরে আপনাকে প্রোফাইল নাম লিখতে বলা হবে।
• এবার হোম স্ক্রিনে উপস্থিত ‘নিউ চ্যাট’ বাটনে ক্লিক করুন এবং যেকোনো বিষয় সম্পর্কে সঠিক উত্তর পাওয়ার জন্য প্রশ্ন উত্থাপন করুন৷

শেষ কথা,,

তাহলে বন্ধুরা, কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করতে হবে এই বিষয়ে হয়তো এখন আপনারা সম্পূর্ণটা জানতে পেরেছেন। আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন। এছাড়া, আর্টিকেলটি ভালো লেগে থাকলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেননা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *