Powerful AI that takes care of your daily tasks. Stop manually processing your text, document, and image data. Let AI work its magic, without a single line of code.
বেঙ্গালি ব্লগার এর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রাইভেসি সঠিকভাবে সংরক্ষনের জন্য আমরা এই পলিসি আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের পলিসি পড়লে আপনারা জানতে পারবেন যে, আমরা ব্লগের ভিজিটরদের পার্সোনাল ইনফরমেশন কিভাবে সংগ্রহ করতঃ তাদের মূল্যায়ন করি। তাছাড়া আপনারা এই পেজ থেকে আমাদের আরো অন্যান্য পলিসি সম্পর্কে সুস্পষ্ট ধারনা পাবেন।
আমরা কি ধরনের তথ্য সংগ্রহ করি?
কেউ যখন আমাদের ব্লগে কমেন্ট, সাবস্ক্রাই করে কিংবা নাম, ইমেল এড্রেস ও অন্যান্য বিবরণ এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে তখন আমরা উক্ত ইনফরমেশনগুলি যথাযথাভাবে আমাদের তথ্য ভান্ডারে সংগ্রহ করে রাখি। তাছাড়াও কেউ যখন আমাদের ব্লগের যোগাযোগ ফরম এর মাধ্যমে ইমেইল ব্যবহার করে যোযোযোগ করে তখন আমরা তার নাম ঠিকানা আমাদের তথ্য ভান্ডারে সংগ্রহ করে রাখি।
সংগ্রহিত তথ্য আমরা কিভাবে ব্যবহার করি?
আপনার তথ্য কিভাবে নিরাপদ রাখি?
আমরা আপনার ব্যক্তিগত তথ্যে প্রবেশ, জমা বা আপনার ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করার সময় তথ্য নিরাপত্তা বজায় রাখার জন্য বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থাগুলি বাস্তবায়ন করি। আমরা আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা কঠোরভাবে রক্ষা করি। আমরা সতর্কতার সহিত আপনার তথ্য ক্ষতি, অপব্যবহার, অননুমোদিত অ্যাক্সেস, পরিবর্তন ও ধ্বংস থেকে রক্ষা করি। আপনার ব্যক্তিগত তথ্য আপনার অনুমতি ছাড়া কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে শেয়ার করা হয় না।
আমরা কি Cookies ব্যবহার করি?
European Union (EU) এর নিয়মানুসারে যে কোন ওয়েবসাইটের ক্ষেত্রে ভিজিটরদের তার কাঙ্খিত ওয়েবসাইট সম্পর্কে ধারনা দেওয়ার জন্য Cookies ব্যবহার করতে হয়। সে জন্য আমরা আপনার তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে Cookies ব্যবহার করি। Cookies হচ্ছে ছোট ছোট ফাইল, যা আপনার ওয়েব ব্রাউজারের মাধ্যমে আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভে সাইট বা পরিষেবা প্রদানকারীরা স্থানান্তর করে (যদি আপনি অনুমতি দেন)। এই Cookies গুলি আপনার ব্রাউজারটিকে সনাক্ত করতে সাইটকে সক্ষম করে। আমাদের ব্লগের ভিজিটরদের রুচি ও চাহিদা সংরক্ষণ করে তাদের চাহিদানুসারে বিভিন্ন আর্টিকেল শেয়ার করার জন্য Cookies ব্যবহার করে থাকি। এই Cookies ব্যবহার এর ফলে আমরা আমাদের ব্লগের ভিজিটরদের সম্পর্কে সহজে ধারনা নিতে পারি।
আমরা কি কোন তথ্য প্রকাশ করি?
আমরা তৃতীয় পক্ষের বা ভিজিটরদের কোন প্রকার তথ্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ইচ্ছাকৃতভাবে বিক্রয় বা প্রকাশ করি না। এ ক্ষেত্রে আপনার তথ্যগুলি আমাদের ব্যক্তিগত তথ্য ভান্ডারে নিরাপত্তার সহিত সংগ্রহ করে রাখি। তবে যখন কোন ব্যক্তির তথ্য বাংলাদেশের আইনানুসারে বা বিধি সম্মতভাবে আইন প্রয়োগকারী সংস্থা বা প্রতিষ্ঠানের নিকট আমরা আইনবলে দিতে বাধ্য থাকি, কেবলমাত্র তখনই আমাদের ভিজিটরদের তথ্য শেয়ার করে থাকি। অন্যথায় আপনাদের তথ্য আমাদের নেটওয়ার্কের বাহিরের কেউ জানতে পারে না।
তৃতীয় পক্ষের লিংকস
মাঝে মধ্যে আমাদের বিবেচনার ভিত্তিতে আমরা আমাদের সাইটে তৃতীয় পক্ষের পণ্য বা পরিষেবা লিংকের মাধ্যমে অফার করে থাকি। তবে এই ক্ষেত্রেও তৃতীয় পক্ষের সাইটগুলি পৃথক ও স্বাধীন গোপনীয়তা নীতিমালা রয়েছে কি না তা আমরা প্রথমে যাচাই বাছাই করি। তাই আমাদের এই লিঙ্কযুক্ত সাইটের সামগ্রী ও ক্রিয়াকলাপের জন্য অন্য কোন সাইটের দায় দায়িত্ব নেই। আমাদের সাইটের নীতিনিষ্ঠা রক্ষা করতে ও সাইট সম্পর্কে আপনাদের মতামত প্রদানের সবসময় স্বাগত জানাই।
শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইনের সম্মতি
আমাদের সাইটের পরিষেবাগুলো সর্বনিম্ন ১৩ বছর বা তার বেশী বয়সের ব্যক্তিদের কাছে পরিচালিত হয়। আপনি যদি আমাদের ব্লগটি মার্কিন যুক্তরাষ্ট থেকে ব্যবহার করে থাকেন এবং আপনার বয়স যদি ১৩ বৎসরের কম হয়, তাহলে এই সাইটটি ব্যবহার না করার জন্য পরামর্শ দিচ্ছি। কারণ আমাদের ব্লগটি COPPA (Children’s Online Privacy Protection Act) অনুসারে ১৩ বছরের কম বয়স্কদের ব্যবহারে অনুমতি প্রদান করে না।
আমদের Privacy Policy পরিবর্তন
আমরা আমাদের ব্লগের প্রয়োজনের তাগিদে যে কোন সময় Privacy Policy পরিবর্তন করতে পারি। Privacy Policy পরিবর্তন পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাদের এই পেজের মাধ্যমে সকলকে জানিয়ে দেওয়া হবে। এ ক্ষেত্রে আপনি আমাদের পেজটির সাথে থাকলে পরিবর্তন ও পরিবর্ধন সম্পর্কে জানতে পারবেন।
আমদের Privacy Policy সম্পর্কে অভিযোগ বা মতামত প্রদান
আমরা সবসময় আমাদের ব্লগের পাঠক ও ভিজিটরদের মতামত গুরুত্বসহকারে মূল্যায়ন করে থাকি। আমাদের সাইটের Privacy Policy সম্পর্কে আপনার কোন অভিযোগ কিংবা মতামত থাকলে আপনি আমাদের যোগাযোগ ফরম এর মাধ্যমে জানাতে পারেন। আপনার মতামত সাধরে গ্রহন করতঃ আপনার পরামর্শ মূল্যায়ন করে আমাদের Privacy Policy এর সংশোধন বা পরিমার্জন করার সর্বাত্মক চেষ্টা করব।
Sign in to your account